বাল্যবিয়ের মতো অবৈধ একটি কাজ কখনোই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন খাগড়াছড়ি সদরের নীলকান্তপাড়ার ‘সঞ্জীবনী ভাবনা কেন্দ্রের’ ধর্মগুরু কৃশা ভিক্ষুণী। বাল্যবিয়েকে সমাজবিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
Published : 11 Jun 2024, 02:31 PM
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: খাগড়াছড়ি।