কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল শহরের মধ্য দিয়ে ট্রেন যাবে ঢাকায়। সম্প্রতি সেই অপেক্ষার অবসান ঘটেছে। কুষ্টিয়া থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
Published : 13 Feb 2024, 01:56 PM
প্রতিবেদকের বয়স: আহমাদ শাহরিয়ার আহনাফ (১৩), জাসসাম আল সাম্মাস (১৪), মোছা: ঐশি খাতুন (১৬)। জেলা: কুষ্টিয়া।