পাঠাগার যেন চাকরি প্রস্তুতি কেন্দ্র! (ভিডিওসহ)

“আমি আসছি চাকুরির প্রস্তুতির পড়া পড়তে। বাড়িতে অনেক বই যেমন পাই না, ঠিক তেমনি পরিবেশটাও ঠিক থাকে না।”

পাঠাগারে উপচে ভিড়, কোনো চেয়ার ফাঁকা নেই! কিন্তু তারা বেশিরভাগই চাকরি প্রস্তুতির পড়াশোনায় ব্যস্ত!

টাঙ্গাইল সদরের সরকারি গ্রন্থাগারে গিয়ে দেখা যায় এমনি দৃশ্য।

রাজিয়া আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমার মনে হয় পাঠাগারের জনপ্রিয়তা হারাচ্ছে না। পাঠাগার হচ্ছে জ্ঞানের আধাঁর। এখানে যেকোনো বিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব। এখানে অনেক সময় চেয়ার পাওয়া কঠিন হয়ে যায়।”

মোহাম্মদ জাসিউর রহমান নামে একজন তরুণ বলেন, “আমি আসছি চাকুরির প্রস্তুতির পড়া পড়তে। বাড়িতে অনেক বই যেমন পাই না, ঠিক তেমনি পরিবেশটাও ঠিক থাকে না।”

স্বপন রায় নামে আরেক পাঠক বলেন, “অবসর কাটানো ও পত্রিকা পড়ার জন্য আসি এখানে। প্রতিদিন সবসময় পাঠক সমান থাকে না।”

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: টাঙ্গাইল।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com