‘কাজ করব, কারো বোঝা হব না’

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে বসে বাদাম বিক্রি করেন ৫৫ বছর বয়সী আমতি দাস। সাত বছর আগে স্বামীর মৃত্যুর পর তিন বছর ধরে তিনি এই ক্ষুদ্র ব্যবসা করছেন। আমতি জানান, বাদাম বিক্রি করেই তার সংসার চলে, বিয়েও দিয়েছেন তিন মেয়ের। রোজ ৪০০-৫০০ টাকা আয় হয় তার। বয়স বাড়লেও কাজ করে যেতে চান তিনি। কারো কাছে বোঝা না হয়ে নিজের আয়েই জীবনযাপন করার ইচ্ছা বলে জানান।
‘কাজ করব, কারো বোঝা হব না’
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com