Published: 2021-03-11 15:18:44.0 BdST Updated: 2021-03-11 17:58:48.0 BdST
ছবিটি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পূর্ব খান পাড়া গ্রামের সূর্যমুখী বাগান থেকে তোলা।
এরকম সময়ে মনোবল শক্ত রাখতে হয়: সুকুমার বড়ুয়া
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুর্ভিক্ষের অভিজ্ঞতা স্মরণ করে অতিমারির এই অস্থির সময়ে শিশুদের মনোবল শক্ত রাখার পরামর্শ দিয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া।
সাইবার দুনিয়ায় 'অনিরাপদ' শিশু
বুলিংসহ নানাভাবে সাইবার দুনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু-কিশোররা।
বাবা মা বন্ধু হোক
মা-বাবার সাথে সন্তানের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। কিন্তু প্রতিটি সন্তানের সাথে মা-বাবার সম্পর্ক কি বন্ধুর মতো?