ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব (ভিডিওসহ)

কেউ বলেন ‘কার্তিক ব্রত’, কোথাও এ উৎসবের নাম ‘রাখের উপবাস’।  অনেকে ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন’ উৎসব নামেও জানেন।
ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব (ভিডিওসহ)

বলা হয়ে থাকে, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গনে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন।

উৎসবকে কেন্দ্র করে শেরপুর জেলায় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শত শত মানুষের মঙ্গল কামনায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়। এখানে প্রতিবছর ঘটা করে এ উৎসব পালিত হয়।

দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে জড়ো হন এবং প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন। পুরো আশ্রম প্রাঙ্গণ আলো আর ধূপের ধোঁয়ায় ভরে যায়।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com