উজাড় হচ্ছে বন, বন্ধ হচ্ছে না জীবাশ্ম জ্বালানির ব্যবহার। দিন দিন বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। দুই মেরুর জমাটবাঁধা বরফ গলে সমুদ্রের পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। সমুদ্র অঞ্চলের অনেক প্রাণবৈচিত্র্য বিপন্ন ও বিলুপ্তের মুখে। প্রকৃতির প্রতি আমাদের একটু ভালোবাসা, যত্ন আর সহমর্মিতার অভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে আমাদের পৃথিবী- চিত্রকর্মটিতে এই ভয়াবহতার বার্তাই তুলে ধরা হয়েছে।