সেই কাগজের নৌকা বা ঘুড়ি ওড়ানোর শৈশব তো এখন দেখাই যায় না। ভিডিও গেমসের কাছে প্রায় হারতে বসেছে শৈশবের সেই প্রিয় খেলা।
শীতকালীন সবজি চাষের এ সময়টাতে জমি থেকে আলু তোলার কাজে হরহামেশায় নারীদের দেখতে পাওয়া যায়। হাট বারের দিন জমির মালিক দ্রুত আলু তোলার কাজে তাদের সাহায্য নিয়ে থাকেন। প্রত্যেক জমিতে প্রায় ২০ থেকে ২২ জন নারী একসাথে জমির সাজানো বেড ভেঙে আলু সংগ্রহ করেন।
bdnews24.com All rights reserved