টেলিভিশন থেকে জানতে পারলাম, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি নামে একটি স্প্যানিশ রেঁস্তোরায় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
Published : 02 Jul 2016, 08:08 PM
আরও জানলাম শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সন্ত্রাসীরা ওই রেস্তোরাঁয় হামলা করে বিদেশি অতিথিদের জিম্মি করে। পরে তাদেরসহ অন্য অনেককেই নির্মমভাবে হত্যা করে তারা।
এসব শুনে আর দেখে, দেশের মানুষ, বিশেষ করে আমরা যারা ঢাকায় বাস করি তারা প্রায় সবাই শুক্রবার রাতটি কাটিয়েছি নির্ঘুম আর উদ্বেগের সাথে।
ন্যক্কারজনক এই ঘটনার পর আমাদের দেশে বেড়াতে আসা বিদেশি কূটনীতিক কিংবা অভিবাসীদের প্রতি কীভাবে দুঃখ প্রকাশ করব তা আমার জানা নেই।
আর, দেশের ভাবমূর্তির কথা বাদই দিলাম। এরকম লোমহর্ষক ঘটনা ঘটলে আমরাও ভবিষ্যতে কোনো দেশে যেতে পারব কি? পারলেও নিজের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করব না? ইতালি, জাপান, শ্রীলঙ্কা বা ভারত গেলে সে দেশের মানুষের চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলতে পারব, আমি বাংলাদেশের মানুষ!
বিদেশের কথা বাদ দিলাম, দেশের এসব ঘটনাই কি আমাদের নিরাপত্তার জন্য হুমকি নয়? এমনিতেই বাড়ির বাইরে যেতে দিতে অভিভাবকের নানা উদ্বেগ আমাদের বা তাদের স্বস্তি দেয় না। আর ১ জুলাই এই নির্মম ঘটনার পর প্রশ্ন রয়ে যায়, আমরা কি কোথাও নিরাপদ? স্কুল, বাড়ি, সড়ক, অফিস এমন কি রেঁস্তোরাতেও?
নিজেদের নিরাপত্তার পাশাপাশি বৈদেশিক অভিবাসী কিংবা ভ্রমণকারীদের জন্যে নিরাপত্তা নিশ্চিত না হলে এ দেশের অস্তিত্ব কি সঙ্কটে পড়বে না? ব্যর্থ হয়ে যাবে না সোনার বাংলার স্বপ্ন?
ঘটনার পর থেকেই টেলিভিশনের সামনে বসে ছিলাম। আমার বা আমাদের মতো শিশুরা এই মুহূর্তে কী ভাবছে, কী তাদের ভবিষ্যৎ, সেই ভাবনাতেই কেটে গেল ভয়াবহ নির্ঘুম একটি রাত। যার রেশ মুছতে সময় লাগবে কত, জানি না।