ভালোবাসি বাবা

”ভীষণ ভালোবাসি তোমায় আমি বাবা। তুমিই আমার সুপারম্যান!”
ভালোবাসি বাবা

বাবা শব্দটা বোধ হয় সবার কাছেই খুব আপন। আমার বাবা, আমার দেখা পৃথিবীর

শ্রেষ্ঠ মানুষ। বাবাকে নিয়ে যতটা বলিই না কেন, কম হয়ে যায়।

আমার বাবার নাম সালেক খোকন। তিনি পেশায় একজন সরকারি কর্মকর্তা। তবে বাবা মনে প্রাণে একজন লেখক। তার

মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখালেখি আমার সবচেয়ে ভালো লাগে। অনেক কিছু জানতে পারি আমি। মনে মনে ভাবি আমিও যদি লিখতে পারতাম।

বাবার কর্মস্থল ঢাকার বাইরে। একেক সময় একেক উপজেলায়। এখন আছেন টাঙ্গাইলে। ফলে সেখানেই সপ্তাহের বেশিরভাগ দিন কাটাতে হয় বাবার। বাবা সপ্তাহে দুই দিন ঢাকায় থাকেন। এই দিনগুলি আমার কাছে খুবই বিশেষ।

বাবাকে বলার জন্য মনের মধ্যে অনেক গল্প, অনুভূতি জমিয়ে রাখি এই দিনের অপেক্ষায়। বাবা আমার সবচেয়ে কাছের বন্ধু। যখন মন

খারাপ থাকে, বাবার বুকে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকলে মনটা যেন মুহুর্তের মধ্যে ভালো হয়ে যায়।

সে যা হোক, এটুকু বলতে পারি আমার কাছে বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু। বাবারা বোধহয়

এমনি হন, নিজেদের কোনো চিন্তা না করে সন্তানকে বুকে আগলে রাখেন। বাবা ছায়ার

মতো সারাদিন আমার সাথে সাথে থাকেন।

নিজের কথা ভাবার আগে পরিবারের সবার কথা ভাবেন তিনি। আমার কোনো চাহিদাই বাবা অপূর্ণ রাখেন না। যখন যা চাই যতটা সম্ভব দেওয়ার চেষ্টা

করেন। বাবার জন্য সত্যিই আমি খুব ভাগ্যবান। ভীষণ ভালোবাসি তোমায় আমি বাবা। তুমিই আমার সুপারম্যান!

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com