বাবার কাছে আকাশ সমান ঋণ

”অপ্রকাশিত হলেও আমাদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই।”
বাবার কাছে আকাশ সমান ঋণ

বাবা শব্দটি আমার কাছে প্রাণের স্পন্দন। প্রতিটি বাবাই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেন।

বাবার আত্মত্যাগকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না। তাই তো বাবার সম্মানে জুনের তৃতীয় রোববার বিশ্বজুড়ে উদযাপিত হয় বাবা দিবস।

ভালোবাসার জন্য দিবসের প্রয়োজন নেই, কিন্তু ক্ষতি কী একটা দিন নির্ধারিত থাকলে বাবার জন্য।

বাবা সন্তানের ভালোবাসা পরিমাপ করা বেশ কঠিন। বাবার কাছে আমার আকাশ সমান ঋণ। যেটা আমি কখনোই শোধ করতে পারব না। বাবা সন্তানের মাথার উপর বটবৃক্ষের ছায়ার মতো। যার স্নেহ অবধারিত ধারায় শুধু ঝরছেই।

সন্তানের ভালোর জন্য জীবনে প্রায় সবকিছু ত্যাগ করেন বাবা। আদর, শাসন আর বিশ্বস্ততার জায়গা তিনি। বৃষ্টি হলে যেমন ছাতার প্রয়োজন হয় ঠিক তেমনি জীবনে বাবা আমাদের মাথার উপর এভাবেই ছায়া দেন।

বাবার সঙ্গে কখনো আমার ক্যামেরায় ফ্রেমবন্দী হওয়া হয়নি। অপ্রকাশিত হলেও আমাদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com