জীবন সবচেয়ে সুন্দর প্রকৃতির সঙ্গে

“পাশে ছিল একটা পুকুর, যেখানে দেখতে পাই হাঁসেরা পানিতে চড়ছে।”
প্রতিনিধিত্বশীল ছবি
প্রতিনিধিত্বশীল ছবি

ঈদ উপলক্ষ্যে স্কুলে শুরু হয়েছে ছুটি। তাই ভাবলাম বাড়িতে বসে না থেকে একটু ঘুরতে বের হব।

কোথায় যাব এটা নিয়েই ভাবছিলাম। প্রকৃতির কাছাকাছি সময় পার করতে পারলেই আমার ভালো লাগে। যেখানে থাকবে সবুজের সমারোহ আর বইবে হিমেল হাওয়া।

তখনি হঠাৎ মনে পড়ল আমাদের বাসা থেকে কিছুটা অবস্থিত একটা জায়গার কথা। সেখানে যাব বলে বিকেলেই বাসা থেকে বের হলাম। সঙ্গে ছিল আমার বন্ধুরা। আমরা সবাই মিলে রওনা হই ভ্যানে করে।

সেখানে পৌঁছে দেখলাম গাছপালার মনোরম সৌন্দর্য । আমরা বসলাম সেখানে। পাশে ছিল একটা পুকুর, যেখানে দেখতে পাই হাঁসেরা পানিতে চড়ছে। পাখির কিচির মিচির শব্দ আর আকাশে শুভ্র মেঘ যেন মনটাই কেড়ে নিচ্ছে।

প্রকৃতি তার রুপ দিয়ে মানুষকে খুব অল্প সময়েই মুগ্ধ করে ফেলতে পারে বলে আমার বিশ্বাস। আর আমি তো বরাবরই প্রকৃতি প্রেমী। প্রকৃতিতে কাটানো প্রতিটা মুহুর্তই আমার কাছে বেশ চমৎকার হয়ে ধরা দেয়।

ঈদের ছুটির এই অবসরে মোবাইল বা ইন্টারনেটে বুঁদ হয়ে থাকার চেয়ে আমার কাছে মনে হয়ে প্রকৃতির সঙ্গেই আমাদের সময় কাটানো উচিত। এতে করে নিমিষেই মন প্রফুল্ল হয়ে ওঠে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com