
বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় শিশুদের উপরও এর প্রভাব পড়ছে।
করোনাভাইরাস মহামারিতে অনেক অভিভাবকই তাদের চাকুরি হারিয়েছেন। সে মহামারি শেষ হতে না হতেই বাজারে সব জিনিসের দাম বেড়েছে। এতে স্বল্প আয়ের পরিবারগুলো সংসারের চালাতে হিমশিম খাচ্ছে। যে কারণে শিশুরাও তাদের প্রয়োজনীয় পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে।
অনেক পরিবারই কয়েক দিনের জন্য শিশুদের প্রয়োজনীয় খাবার এক সঙ্গে কিনে রাখতে পারছে না।
আমি বাসা থেকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই টিসিবি পণ্যের গাড়ি দেখতে পাই। বাজারের চাইতে কিছুটা কম দামে পণ্য কিনতে গাড়ির সামনে মানুষের লম্বা লাইন থাকে সব সময়।
যে মানুষগুলো খাবার পণ্য সংগ্রহ করতে এত ভীড় ঠেলে দাঁড়িয়ে থাকে, তাদের শিশু সন্তান কি প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পাচ্ছে? অভাবের কারণে দরিদ্র পরিবারের যে শিশুরা অপুষ্টিতে বেড়ে উঠছে, এই শিশুরাই হয়তো একটু বড় হলে শিশুশ্রমে জড়িয়ে যাবে। পড়াশোনাও হয়তো অধরাই থেকে যাবে তাদের।বাজারের পণ্য পরিস্থিতি এভাবে কোনো না কোনোভাবেই শিশুদের উপর প্রভাব ফেলে। এ বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের আরও আন্তরিক হওয়া উচিত।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।