টিকে থাকুক খাগড়াছড়ির ঐতিহ্য (ভিডিওসহ)

ঐতিহ্য রক্ষা করে এই শহর আরও পরিকল্পিতভাবে গড়ে উঠুক।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত খাগড়াছড়ি জেলা বৈচিত্র্যময় সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা।

তবে পাহাড়ের বুকে গড়ে ওঠা জেলা শহরের দিকে তাকালে কিছুটা বরং আশাহতই হতে হয়। জীবনের তাগিদে আর সময়ের প্রয়োজনে দিন দিন লাগছে নগরায়ণের ছোঁয়া।

গড়ে উঠছে সুউচ্চ ভবন আর কমছে জায়গা। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তন হচ্ছে। খাগড়াছড়ি জেলা আরও সমৃদ্ধ হোক এটাই জেলাবাসীর চাওয়া।

তবে সকল সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা করে এই শহর আরও পরিকল্পিতভাবে গড়ে উঠুক এটাই প্রত্যাশা সকলের।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: খাগড়াছড়ি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com