ঘুরে এলাম চা বাগান (ভিডিওসহ)

“চা বাগানের সবুজ সারি সারি চা গাছ আকৃষ্ট করেছে আমাদের সবাইকে।”

প্রথমবারের মতো চা বাগান ঘুরে এলাম। তাপদাহ থেকে একটু নিস্তার পেতে দুই দিনের জন্য বেড়াতে যাই বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গলে।

এটি দেশের সুন্দরতম স্থানগুলোর মধ্যে অন্যতম।

আমরা যে চা বাগানে গিয়েছিলাম এটির নাম নূরজাহান চা বাগান। প্রায় ৭০০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই বাগান। যেখানে গেলে ছোট থেকে বড় সকলেই মুগ্ধ হতে বাধ্য। মুগ্ধ হয়েছি আমি নিজেও।

চা বাগানের সবুজ সারি সারি চা গাছ আকৃষ্ট করেছে আমাদের সবাইকে। ছয় ঋতুতেই দর্শনার্থীরা ভিড় করে এই বাগানে। তবে বর্ষা ও শীতকালে দর্শনার্থী আসে বেশি।

সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্বজুড়েই। সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুঁড়ির দেশ।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com