আমার বই পড়ার অভ্যাস গড়ে উঠে যেভাবে

“রকিব হাসানের ‘তিন গোয়েন্দা’ সিরিজ পড়ে বইয়ের প্রতি আমার আগ্রহ বাড়তে শুরু করে।”
প্রতিনিধিত্বশীল ছবি

প্রতিনিধিত্বশীল ছবি

অষ্টম শ্রেণিতে পড়ার সময় আমার কিছু ভালো অভ্যাস গড়ে উঠে। তার মধ্যে একটি হলো বই পড়া।

তখন করোনাভাইরাসের প্রকোপে স্কুল বন্ধ ছিল। ঘরে বসে থেকে থেকেই সময় কাটতে লাগল। বন্ধুদের সঙ্গেও যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল সে সময়।

তখন একাকীত্ব কাটানোর জন্য আমার এক বান্ধবীর পরামর্শে বই পড়া শুরু করি। সে বান্ধবী অনেক বই পড়ত এবং তার সংগ্রহে অনেক বই ছিল।

আমি তার থেকে বই নিয়ে পড়তে শুরু করি। বই পড়ার অভ্যাস রপ্ত করতে একটু সময় লেগেছিল। প্রথম প্রথম ভালো লাগেনি, কখনো বিরক্তিও বোধ হতো।

রকিব হাসানের ‘তিন গোয়েন্দা’ সিরিজ পড়ে বইয়ের প্রতি আমার আগ্রহ বাড়তে শুরু করে। গল্পের বইয়ের পাশাপাশি আমি নানা ধরনের কিশোর সাময়িকী পড়তে শুরু করি।

প্রথম দিকে একটি বই পড়ে শেষ করতে অনেক সময় লাগলেও, এখন মাত্র কয়েক ঘণ্টায় আমি একটি পড়ে শেষ করতে পারি। এভাবে বই পড়ার অভ্যাসের সঙ্গে আমার পরিচয় ঘটে।

কমিকস বই পড়তে আমার সবচেয়ে ভালো লাগে। সায়েন্স ফিকশনও ভালো লাগে তবে আমার পছন্দ বাস্তবতার সঙ্গে মিল আছে এমন গল্প বা উপন্যাসের বই।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: শেরপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com