'কারিগররা জানান, ছোট থেকে বড় এসব প্রতিমা সাধারণত ৫০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকায় পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে।'
Published : 30 Jan 2024, 04:11 PM
সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার প্রতিমা শিল্পীরা।
সাতক্ষীরার বিভিন্ন মন্দির ও পাল পাড়া ঘুরে দেখা যায় মাটি, খড় ও বাঁশ দিয়ে অবয়ব তৈরি করার পর রঙ তুলি ব্যবহার করে দেবীর প্রতিমাকে অনিন্দ্য সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করছেন কারিগররা।
কারিগররা জানান, ছোট থেকে বড় এসব প্রতিমা সাধারণত ৫০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকায় পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একজন কারিগর বলেন, “আমরা প্রায় ২০ দিন ধরে কাজ করছি। বাকি কাজ শেষ করে ডেলিভারি করতে আরও এক সপ্তাহ সময় লাগবে।”
প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যার জন্য বাণী দেবীর আরাধনা করে সনাতন ধর্মাবলম্বীরা।
স্বরস্বতী বিদ্যার দেবী বলে মন্দিরের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহ্যগতভাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সাতক্ষীরা।