
বাগেরহাট পুলিশ লাইনস স্কুলে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী।
এদিন নতুন পোশাক পরে স্কুলে আসে শিশু, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা।
শ্রেণিকক্ষ সাজিয়ে শিশুদের স্বাগত জানায় স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও এই আনন্দে যোগ দিতে দেখা যায়। অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকরা মেতে উঠেন পুনর্মিলনীর আড্ডায়।
শিক্ষার্থীরা নেচে, গেয়ে মাতিয়ে রাখে পুরো আয়োজনটাই। বাহারি স্বাদের খাবারেরও ব্যবস্থা ছিল এই আয়োজনে।
ঈদের ছুটিতে অনেকেই দূরে চলে গিয়েছিল তাই ঈদের আনন্দটা সহপাঠীদের সঙ্গে ভাগাভাগি করার জন্যই সবাই মিলে এই উদ্যোগ নেওয়া হয়।
স্কুল কর্তৃপক্ষ জানায় তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতি বছরই পুনর্মিলনীর আয়োজন করে থাকেন।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।