কুয়াশায় মোড়ানো শীতের সকাল (ভিডিওসহ)

“আমরা হঠাৎই খেয়াল করলাম মাঠের মধ্যে বেশ কয়েকজন শিশু-কিশোর খেলছে।”

শীতের সকাল অন্য পাঁচটি ঋতুর সকালের চেয়ে একটু অন্যরকম।

শীতের সকালে কুয়াশার চাদরে ঢেকে যায় মাঠ-ঘাট। শিশিরে ভেজা থাকে মাঠের ঘাস।

এমনই একটি শীতের সকাল দেখতে মায়ের সাথে বের হলাম।  মা আর আমি বাসা থেকে বের হয়ে বাগেরহাট শহরে হাঁটতে শুরু করি। রাস্তার ধারেই শীতের এই কুয়াশাচ্ছন্ন সকালে দেখলাম অনেকেই বসে গল্প করছে। কেউবা চুলা জ্বালিয়ে ভাজছে নানা শীতের পিঠা। আড্ডাও চলছে এই পিঠার দোকানে।

এরপর আমরা হঠাৎই খেয়াল করলাম মাঠের মধ্যে বেশ কয়েকজন শিশু-কিশোর খেলছে। তাদের সঙ্গে গল্প করলাম। জানতে পারি, তাদের শীতের সকালে খেলতে ভালো লাগে। 

আমি আর মা একটি দোকানে বসে চা খেলাম। দেখলাম চায়ের দোকান ঘিরেও জমে উঠেছে বয়স্ক মানুষদের আড্ডা। নানা বিষয় নিয়ে কথা হচ্ছে তাদের।

বাসায় ফেরার সময় খেয়াল করলাম শীতের বাতাসে তখনো গাছের পাতাগুলো যেন থরথর করে কেঁপে উঠছে শীতল হাওয়ায়।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com