জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশুরা

প্রতিনিধিত্বশীল ছবি

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশুরা

আমি বিভিন্ন সংবাদপত্র ও বই পড়ে জেনেছি, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবী প্রবল ঝুঁকির মধ্যে রয়েছে। বড়দের পাশাপাশি শিশুরাও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে করে উপকূলের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

কোনো স্থানের বহুদিনের গড় আবহাওয়াই হলো জলবায়ু। আর এই গড় আবহাওয়া বদলে যাওয়াকেই আমরা জলবায়ু পরিবর্তন বলছি, যা কিনা বর্তমান পৃথিবীর অন্যতম বড় একটি সমস্যা।

আমি বিভিন্ন সংবাদপত্র ও বই পড়ে জেনেছি, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবী প্রবল ঝুঁকির মধ্যে রয়েছে। বড়দের পাশাপাশি শিশুরাও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে করে উপকূলের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড় ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। এসব দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় শিশুদের। কখনো আইলা, কখনো আম্পান আবার কখনো মোখার মতো বারবার প্রবল ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয় এই শিশুরা। এতে করে তারা হচ্ছে গৃহহীন।

আমি প্রায়ই শুনতে পাই, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই সংবাদ শুধু কোনো অঞ্চল নয়, পুরো পৃথিবীর জন্যেই ভয়ানক এক দুঃসংবাদ।

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর একটি হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি এটি।

শিশুদেরকে ঘূর্ণিঝড় কিংবা বন্যার মতো উৎকণ্ঠাহীন সুন্দর শৈশব ফিরিয়ে দিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে হবে। এই জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রতিবেদকের বয়স: ১১। জেলা: জামালপুর।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com