ভালোবাসি আমার জেলাকে
আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি জেলা এটি।
কখনো নবাবগঞ্জ এবং চাঁপাই নামেও ডাকা হয় এই জেলাকে। অনেকে চাঁপাইনবাবগঞ্জকে আমের শহর বা আমের দেশ বলেও ডাকে।
দেশের মোট উৎপাদিত আমের বড় একটি অংশ এখানে উৎপাদিত হয় বলে একে আমের রাজধানী বলা হয়। আমার এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম ছাড়াও রয়েছে বাংলাদেশের অন্যতম নদী মহানন্দা। দেশের অনেক নদীর সঙ্গে মিলিত হয়েছে এই নদী।
মহানন্দা নদীর উপর রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। এই সেতু নদীর এপাড়-ওপাড় গ্রামের মানুষের যাতায়াতকে সহজ করেছে। নদীর এক পাড়ে সারি সারি নৌকা সাজানো আছে দেখতে অনেক সুন্দর লাগে। নদীর পানি যখন বাতাসে ঢেউ খায় তখন অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি হয়। নদীর দুই পাড়ে চারদিকে গাছপালায় ছেয়ে আছে দেখলে যে কারও মন ভালো হয়ে যাবে।
আমি আমার জেলাকে ভালোবাসি। যখনই মনে হয় এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে বা চলে যাব বুকটা কেমন শূন্য হয়ে যায়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: চাঁপাইনবাবগঞ্জ।