
কুষ্টিয়ার রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্টে অনেকেই ঘুরতে আসেন। সময় কাটানোর বেশ ভালোই একটি পরিবেশ মেলে এখানে।
আমিও গিয়েছি এই পার্কে। দিন যত যাচ্ছে পার্কের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। এজন্যই হয়ত এই পার্কের প্রতি মানুষের আগ্রহও যেন বাড়ছে।
কুষ্টিয়ার রেণউইক যজ্ঞেশ্বর এন্ড কোং লিমিটেড বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পারেশনের একটি প্রতিষ্ঠান। পৌরসভার কমলাপুর এলাকার গড়াই নদ ঘেঁষে এর অবস্থান।
১৮৮১ সালে প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটি প্রতিরক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হয়। আর এই বাঁধই পরবর্তীতে হয়ে যায় পার্ক।
২০১৮ সালে পার্কটি উদ্বোধন করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুষ্টিয়া।