কৃষি ও প্রযুক্তি মেলায় একদিন (ভিডিওসহ)

“প্রথমবারের মতো জানতে পেরেছি বেশকিছু নতুন ফুল, ফল ও সবজির গাছের নাম।”

সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম কুষ্টিয়ার কৃষি ও প্রযুক্তি মেলায়। এবার মেলা অনুষ্ঠিত হয়েছে জেলার ডিসি চত্ত্বরে ।

তিন দিনব্যাপী এই মেলায় ছিল নানা আয়োজন। বিভিন্ন কৃষি প্রযুক্তি, আদর্শ ছাদ বাগানের মডেল, চাষ উপযোগী মাটি ও প্রজাতির গাছ ও ধানবীজ প্রদর্শিত হয় মেলায়।

আমি মেলায় গিয়েই প্রথমে বিভিন্ন ধরনের ফুল, ফল ও সবজি গাছের সঙ্গে পরিচিত হই। প্রথমবারের মতো জানতে পেরেছি বেশকিছু নতুন ফুল, ফল ও সবজির গাছের নাম।

এরপর খুঁজতে থাকি ঔষধি গাছ। কেননা বইয়ে অনেক ঔষধি গাছের নাম পড়েছি। সেই হরীতকী, আমলকী,  তুলসী ও গাছ দেখতে পাই।

কৃষি উদ্যোক্তারা জানিয়েছন এই মেলার মাধ্যমে কৃষি সামগ্রী ভালো বিক্রি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আয়োজন করা হয় এই ভিন্নধর্মী মেলার। দেশের কৃষিশিল্প সম্পর্কে ধারণা দিতেই এই আয়োজন।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুষ্টিয়া।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com