গ্রামের প্রকৃতি আমাকে খুব মুগ্ধ করেছে। মনোরম এই দৃশ্য আমার দিনটিকে সার্থক করেছে।
Published : 03 Feb 2024, 09:10 PM
দিনটি ছিল শুক্রবার, মানে স্কুল বন্ধ। নতুন এক অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে কেটেছে সেদিন।
একটি সাংস্কৃতিক সংগঠনের গানের শুটিংয়ে অংশ নিতে যাই ‘সুন্দর ঘোনা’ নামের এক গ্রামে।
বাগেরহাট শহর থেকে খানিক দূরে এই গ্রামের অবস্থান। এটি যেন প্রকৃতির অপরূপ সাজে গোছানো এক গ্রাম।
এখানে আমি সাঁকোতে উঠার অভিজ্ঞতা লাভ করি। আমরা সবাই যখন এক এক করে বড় সাঁকো পাড়ি দিচ্ছিলাম, সে মুহূর্তটা আমার সবচেয়ে ভালো লেগেছে। জীবনে প্রথম আমি সাঁকোতে উঠি।
ধান কাটার পর খোলা মাঠের দৃশ্য খুব সুন্দর দেখাচ্ছিল। এই গ্রামে পথের দুই পাশে সরিষা ক্ষেত। কিছু জায়গায় শুকিয়ে যাওয়া বিল।
এই গ্রামের প্রকৃতি আমাকে খুব মুগ্ধ করেছে। মনোরম এই দৃশ্য আমার দিনটিকে সার্থক করেছে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।