আনন্দ উৎসবে কাটল সারাদিন (ভিডিওসহ)

সবকিছু শেষে বিকেল বেলা সেখান থেকে বিদায় নিয়ে ফিরে এলাম নিজ বাসায়।

সকাল সকাল বেড়িয়ে পড়লাম বাগেরহাটের এক চমৎকার গ্রাম 'মাঝি ডাঙা'র উদ্দশ্যে। সেখানে পৌঁছেই চোখে পড়ল বিস্তীর্ণ এলাকাজুড়ে ধানক্ষেত, চারদিকের সুবজ গাছ গাছালি আর মাঝেমধ্যে বাড়ি।

এমন শান্ত, নিবিড় পরিবেশে সবাই আনন্দ উৎসবে ব্যস্ত। সবাই সুন্দর জামা-কাপড় পরে, সেজেগুজে এসেছে। আমিও আমার প্রিয় শিক্ষক সাইদ স্যারের সঙ্গে গিয়েছি আনন্দ করতে।

সেখানে তাদের সাথে গল্প আড্ডায় কেটেছে দিনের বেশিরভাগ সময়। তাদের সরলতা আমাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি।

শিশু ও অভিভাবকরা নিজেরাই করেছি বিভিন্ন রান্না। মাটিতে কাগজ বিছিয়ে মজাদার সব রান্না খেয়েছি আমরা। এরপর সবাই উপভোগ করেছি শিশুদের নানা পরিবেশনা।

কেউ গান, কেউ কবিতা আবৃত্তি করেছে। আর শিশুদের অসাধারণ পরিবেশনা শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

সবকিছু শেষে বিকেল বেলা সেখান থেকে বিদায় নিয়ে ফিরে এলাম নিজ বাসায়। সঙ্গে করে নিয়ে এলাম গ্রামের বন্ধুদের ভালোবাসা।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com