এখন বৃষ্টি ভালো লাগে

সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যেত পুরো সড়ক। বাসা থেকে বের হওয়াই মুশকিল ছিল।
এখন বৃষ্টি ভালো লাগে

একটা সময় ছিল যখন বৃষ্টি আমার জন্য অভিশাপ ছিল৷ বৃষ্টি হলেই নানা দুশ্চিন্তায় জীবনযাপন করতাম। তাই সবার পছন্দের বৃষ্টি আমার জন্য খুব অপছন্দের ছিল।

এর পেছনের কারণ হচ্ছে মূল সড়ক থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় ৩০০ মিটারের। আর এতে ছিল কাঁচা রাস্তা। সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যেত পুরো সড়ক। বাসা থেকে বের হওয়াই মুশকিল ছিল।

কিন্তু তার মধ্যেও স্কুল, কোচিং করতে হতো। প্রতিদিন খালি পায়ে কাঁদার মধ্য দিয়ে স্কুলে যাওয়া হতো বৃষ্টির মৌসুমে। আবার কখনও রাস্তার দু-পাশের পানিতে তলিয়ে যেত রাস্তা। এভাবে ছোটবেলা থেকে দিন কেঁটেছে আমার।

তাই বৃষ্টির প্রতি যে ভালোলাগা সেটা আমার মধ্যে তেমন ছিল না। তবে তখনও বৃষ্টি হলে ভালো লাগত। গত বছর ওই কাঁচা রাস্তাকে ইটের রাস্তায় পরিণত করা হয়। এখন আর যাতায়াতে তেমন ঝামেলা হয় না। যখন ইচ্ছে বেড়িয়ে পড়ি৷

তবে সেই কাঁদা-পানি পাড়ি দিয়ে স্কুলে যাওয়ার দিনগুলো এখনও মনে পরে। আমার সাইকেলটাকে রাস্তার মাথায় তালাবদ্ধ করে জুতা হাতে নিয়ে স্কুল ছুটির পর বাড়িতে এসে খেয়ে আবার কোচিংয়ে যাওয়ার দিনগুলো খুবই সুন্দর ছিল।

এখন যাতায়াতের সমস্যা নেই ঠিকই তবে সেই সোনালী দিনও নেই৷। আর হ্যাঁ এখন বৃষ্টিকে উপভোগ্য মনে হয়।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: পটুয়াখালী।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com