খেলাধুলার বিকল্প নেই

নানা উপকারে আসে খেলাধুলা।
খেলাধুলার বিকল্প নেই

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে খেলাধুলা ও শরীরচর্চা।

সৃজনশীল বিকাশ, নৈতিক চরিত্রের উন্নয়ন, অপরাধপ্রবণতা কমে যাওয়া, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস ইত্যাদি ছাড়াও নানা উপকারে আসে খেলাধুলা।

খুলনার খালিশপুর এলাকার স্যাটালাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিদিন বিকেলেই শিশুরা খেলতে আসে। খুলনার অনেক স্কুলেই ছোট শিশুদের খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বা রাইড না থাকলেও এই স্কুলে তা রয়েছে।

তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলি আমি। তার নাম সায়মা বিনতে আরিয়ানা। সে বলে, “আমি প্রতিদিন এখানে খেলতে আসি। আমার খেলাধুলা করতে খুব ভালো লাগে।“

আবদুল্লাহ নামে আরেক শিশু বলে, “আমি স্লিপারে উঠে স্লিপ খাই, দোলনা খাই, খুব মজা লাগে।“

অনেক শিশুই এসেছিল অভিভাবকের সঙ্গে। তারা জানায়, শিক্ষার্থীদের জন্য স্কুলে পড়াশোনার ভালো পরিবেশের পাশাপাশি ভালো মাঠসহ খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা থাকা উচিৎ। কেননা খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিটি শিশুর জন্যই খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com