শিশুর জীবন হোক বাধাহীন

কাদাকে ইচ্ছা অনুযায়ী নানা আকার দেওয়া যায়। তেমনই শিশুদেরও সঠিক ও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
ফাইল ছবি

ফাইল ছবি

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মুক্ত ও খোলামেলা পরিবেশে থাকা জরুরী হলেও আমাদের জীবন এখন অনেকটাই ঘরকেন্দ্রিক!

পড়াশোনার চাপ, সময়ের ঘাটতি, খেলার মাঠ কমে যাওয়াসহ নানা কারণে বাইরে যাওয়ার সুযোগটা এখন তেমন আর আসে না। তাছাড়া মোবাইল, ট্যাবসহ নানা প্রযুক্তির সঙ্গেই সময় কাটাতে পছন্দ করি আমরা।

আমি মনে করি, শিশুরা দিন দিন একটি নির্দিষ্ট ছকের মধ্যে আটকে যাচ্ছে। শিশুরা ভেজা কাদার মতো। কাদাকে ইচ্ছা অনুযায়ী নানা আকার দেওয়া যায়। তেমনই শিশুদেরও সঠিক ও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।

আমাদের অভিভাবকদের অনেকেই মনে করেন, শিশুদের কড়া শাসনে রাখলেই তাদেরকে সঠিক পথে রাখা সম্ভব। এটি একদমই ভুল ধারণা। শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ না করে সবসময় তাদের বকাঝকা করলে তারা অভিভাবকদের  সঙ্গে সবকিছু শেয়ার করতে ভয় পাবে।

একটি শিশুর সঠিক বিকাশের জন্য ছোটবেলা থেকেই তার নিজের একটি জগৎ থাকা দরকার। সেখানে অভিভাবককে হতে সহযোগী। এতে করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ দুটোই সমানভাবে এগিয়ে যাবে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: পাবনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com