স্মৃতির পাতায় রয়ে যাবে 'কলেজের প্রথম দিন'

নতুন ইউনিফর্ম, নতুন জায়গা, নতুন সহপাঠী- সবমিলিয়ে এক নতুন পরিবেশ।
স্মৃতির পাতায় রয়ে যাবে 'কলেজের প্রথম দিন'

স্কুল জীবন পার করতে না করতেই চলে আসলো কলেজ জীবন। শুরু হলো শিক্ষা জীবনের নতুন অধ্যায়।

৩০ জানুয়ারি, সোমবার। সকাল ৮টায় বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হতে না হতেই এক অন্যরকম আনন্দ অনুভব করলাম। এইতো সেদিন স্কুল জীবন শুরু হলো আমার। আজ নতুন আরেকটি ধাপে পা রাখতে যাচ্ছি।

কিছুদিন আগেই বাবার সঙ্গে গিয়ে ভর্তি হয়েছি আমাদের জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে। স্কুলের বন্ধুদের সঙ্গে নিয়েই শুরু হয়েছে আমার কলেজ জীবন। কারণ স্কুলের বন্ধুদের অনেকেই ভর্তি হয়েছে এই কলেজে।

প্রথম দিন কলেজে প্রবেশ করতেই দেখলাম বিশাল আয়োজন। নবীনদের বরণ করে নিতেই এতসব আয়োজন করা হয়।

নতুন ইউনিফর্ম, নতুন জায়গা, নতুন সহপাঠী- সবমিলিয়ে এক নতুন পরিবেশ। নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন কলেজের অধ্যক্ষ স্যারসহ জেলার সম্মানিত ব্যক্তিরা।

সবার বক্তব্য শেষ হওয়ার পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরই আমাদেরকে শ্রেণিকক্ষে যেতে বলা হয়। ওই কক্ষের জানালা দিয়ে দেখা যাচ্ছিল আমার প্রিয় স্কুল ক্যাম্পাস। এক মুহূর্তের জন্য পেছনে ফিরে গিয়েছিলাম। কিছুদিন আগেই তো বিদায় নিয়ে এসেছি ওই প্রিয় প্রাঙ্গণ থেকে।

কলেজের প্রথম দিন আমাকে অনেক কিছু শিখিয়েছে। শিক্ষকদের বক্তব্যগুলো আমাদের কলেজ জীবনকে সুন্দর করে তোলার জন্য অনেক কাজে লাগবে বলে আমি মনে করি।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুড়িগ্রাম।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com