গ্রামের বাড়িতে আমি পতিত জায়গায় অনেক গাছ লাগিয়েছি।
Published : 19 Jun 2024, 07:05 PM
প্রকৃতিতে এসেছে বর্ষাকাল। এই ঋতু অর্থাৎ আষাঢ় ও শ্রাবণ মাস বৃক্ষরোপণের উপযুক্ত সময়।
বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, যা গাছের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করে। এই সময়ে মাটি নরম থাকে, যা গাছের শিকড়ের বৃদ্ধির জন্য আদর্শ।
গ্রামের বাড়িতে আমি পতিত জায়গায় অনেক গাছ লাগিয়েছি। বাড়ির উঠানে সিঁড়ির দুই পাশে লাগানো ফুলের গাছ শোভাবর্ধন করছে। অন্যান্য ফুল গাছের মাঝে এখানে আরও আছে রঙ্গন, গোলাপ, মাধবীলতা ও নয়নতারা।
আমাদের বাড়িতে আম, কাঁঠাল, করমচা, ডেউয়া ও ডালিম ফলের গাছও আছে। শুধু ফুল-ফল নয়, মরিচ, কুমড়া, ডাটা শাকসহ আছে বিভিন্ন সবজির গাছ।
ঈদের ছুটিতে বাড়িতে এসে এসব গাছ থেকে নিজ হাতে ফল পেড়ে খাচ্ছি। আমার বাগানের ফল যেমন সুন্দর, তেমনি সুস্বাদু।
এছাড়াও বাড়ির পাশে বড় কিছু গাছ থাকায় সারা বছর আমাদের বাড়িতে ছায়া ও বাতাসের ভালো ব্যবস্থা থাকে। প্রচণ্ড গরমে যখন বিদ্যুৎ থাকে না, বাগানে গাছের ছায়া আমাদের স্বস্তি দেয়। প্রাণ খুলে নিশ্বাস নিই আমি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: জামালপুর।