তারপর অন্যদের সঙ্গে মুদ্রা অদল-বদল করতে করতে বর্তমানে আমার সংগ্রহে ৪৯টি দেশের ১০৮টি মুদ্রা রয়েছে।
Published : 10 Oct 2024, 08:03 PM
পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবারই কোনো না কোনো শখ আছে। কারো শখ বই পড়া, কারো শখ গান করা। আবার কারো শখ নানান জায়গায় ঘুরে বেড়ানো।
এসবের ভিড়ে আমার শখ বিভিন্ন দেশের মুদ্রা জমানো। প্রাচীন মুদ্রা বা স্বর্ণ মোহর নয়, আমার সংগ্রহে থাকা সব মুদ্রাই নানা দেশের প্রচলিত মুদ্রা।
শখের এই কাজটি শুরু করি তৃতীয় শ্রেণিতে পড়াকালে। বাবার ওয়ালেটে ২০টি ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা দেখতে পাই। বাবা সেগুলো আমার হাতে তুলে দেন। সেই মুদ্রাগুলোই ছিল শখের প্রাথমিক পুঁজি।
তারপর অন্যদের সঙ্গে মুদ্রা অদল-বদল করতে করতে বর্তমানে আমার সংগ্রহে ৪৯টি দেশের ১০৮টি মুদ্রা রয়েছে।
অনেকে আমার এই ব্যতিক্রম শখকে তুচ্ছ মনে করে। তারা বলেন, এটা দিয়ে কী হবে, তারচেয়ে ভালো কিছু করো।
আমি তাদের কথায় মন খারাপ করি না বরং আমার সংগ্রহ বাড়িয়ে তোলার কাজে মনোযোগ দেই। আমার কাছে আমার শখের অনেক দাম। আমি এই শখটিকে আমার মধ্যে সবসময় বাঁচিয়ে রাখব।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।