বন্ধু নির্বাচনে সতর্ক থাকা উচিত

একটি ভুল বন্ধু জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
বন্ধু নির্বাচনে সতর্ক থাকা উচিত

মানুষ সমাজবদ্ধ জীব। আমরা চাইলেও একা বাঁচতে পারি না।

নানা প্রয়োজনেই আমাদের সঙ্গ দরকার হয়। তাই আমরা বন্ধুত্ব গড়ে তুলি। সেক্ষেত্রে প্রত্যেকেই আমরা ভালো বন্ধু প্রত্যাশা করে থাকি। এমন বন্ধুকেই আমরা চাই, যে বা যারা আমাদেরকে বুঝতে পারবে খুব সহজেই।

বন্ধুরা আমাদের সফলতা, আনন্দের অংশীদার হয়। আবার দুঃসময়েও আমাদের সঙ্গে থাকে। বন্ধু পাশে থাকলে অনেক বিপদই মোকাবেলা করা সহজ হয়ে যায়। তাছাড়া অনেক কঠিন কাজও সহজে করে ফেলা সম্ভব হয়।

এমন অনেক বন্ধু আছে যারা সুসময়ে পাশে থাকে কিন্তু বিপদে আর থাকে না। এটা স্বার্থপরতার পরিচয়। তাই বন্ধু নির্বাচনে সতর্ক থাকা প্রয়োজন। কেননা একটি ভুল বন্ধু জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

বিশেষ করে স্কুল জীবনে বন্ধু নির্বাচনে নজর দেওয়া জরুরি। এই সময়টাতেই আমাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। বয়ঃসন্ধিতে কৈশোরের উদ্যমতায় ভুল পথে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তখন ভালো সঙ্গ খুবই প্রয়োজন। যা বাকি জীবনের জন্য সহায়ক ভূমিকা পালন করে।

আমি এখন স্কুল জীবন পার করছি। বেশ কয়েকজন প্রিয় বন্ধুও আছে আমার। ওরা সবসময় আমাকে সঙ্গ দেয়। ভালো কাজে আমায় উৎসাহ দেয়। আশা করি আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: জামালপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com