মানুষের মধ্যে পরিবর্তন আসছে। মেয়েদের জয় উদযাপন করছে অনেকেই।
Published : 31 Oct 2024, 04:15 PM
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছেন লাল–সবুজের দুর্দমনীয় মেয়েরা। তাই তো আরেকবার শিরোপা উৎসব করতে পারল বাংলাদেশ।
বুধবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে সাবিনা খাতুনের নেতৃত্বে নতুন ইতিহাস গড়ল মেয়েরা। ঠিক একইভাবে দুই বছর আগে নেপালের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ।
সেবছর বিমানবন্দরে নানা আয়োজনে তাদেরকে বরণ করে নেওয়া হয়। এরপর ছাদ খোলা বাসে ঢাকার পথে পথে সমর্থকদের অভিবাদন ও ভালোবাসায় সিক্ত হন শিরোপা জয়ী ফুটবলাররা।
এবারও বীর মেয়েদের জন্য সংবর্ধনা ও ছাদ খোলা বাসে করে জয় উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কষ্টের বিষয় হলো আমাদের মেয়েরা পায়নি প্রাপ্য মূল্যায়ন।
সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছি, সাফ জেতা ফুটবলাররা টানা দুই মাসের বেতন পাননি। আমি মনে করি এই অবমূল্যায়ন পুরো জাতিকে লজ্জিত করেছে।
বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের ফুটবলার হয়ে উঠার পেছনের লড়াইটা কতটা কষ্টের তা সহজেই অনুমেয়। খেলোয়াড় হয়ে মাঠে নামার স্বপ্ন পূরণে পরিবারের মানুষই সবার আগে বাগড়া দেয়। সেখানে এদেশের মেয়েদের এতদূর যাওয়ার পথটাকে সহজ করে দেওয়ার দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে।
মানুষের মধ্যে পরিবর্তন আসছে। মেয়েদের জয় উদযাপন করছে অনেকেই। দেশের জয়ে কারো কোনো মতানৈক্য নেই, সবাই আজ এক কাতারে নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশংসায় ভাসছে মনিকা-ঋতুপর্ণারা।
সবশেষে বলতেই হয়, সাবাশ মেয়েরা! তোমাদের জয়ই আমাদের জয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।