এক বছরে কীভাবে সব পড়া শেষ করব তা ভেবে আমি চিন্তিত হই।
Published : 05 Jan 2025, 09:55 PM
এবছর আমি দশম শ্রেণিতে উঠেছি। গেল বছর নতুন শিক্ষাক্রমের সঙ্গে আমার পরিচয় ঘটে। কিন্তু বছরের মাঝে রাজনীতির বাঁক বদলের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় সেই শিক্ষাক্রম।
কোটা নিয়ে আন্দোলনের সময় আমরা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশ নিচ্ছিলাম। এসময় হঠাৎ বন্ধ হয়ে যায় আমাদের পরীক্ষা। এরপর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেই শিক্ষাক্রম বাতিল করে পুরোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেয়। তারপর নতুন মানবণ্টনের মাধ্যমে নেওয়া এক বার্ষিক পরীক্ষার মাধ্যমে আমরা দশম শ্রেণিতে উঠি।
আগে নবম-দশম শ্রেণিতে একই বই পাঠদানের রীতি থাকলেও আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার ফলে আমাদের নতুন করে বই দেওয়া হবে বলে শুনছি। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে পুরনো সৃজনশীল পদ্ধতিতে। অর্থাৎ, নবম ও দশম শ্রেণিতে একই বই পড়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার যে রীতি আমাদের বেলায় সেরকম আর হচ্ছে না।
শুধু কি তাই? পুরোনো শিক্ষাক্রমের সঙ্গে ফিরে এসেছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো বিভাগ বিভাজনও। আগে যেখানে নবম শ্রেণিতেই এই বিভাগ বিভাজনের কাজ সম্পন্ন হত, আমাদের বেলায় তা হয়েছে দশম শ্রেণিতে উঠে।
আমি বিজ্ঞান বিভাগ বাছাই করেছি। যদিও এখনো নতুন বই পাইনি। এক বছরে কীভাবে সব পড়া শেষ করব তা ভেবে আমি চিন্তিত হই। সরকার বলছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিবে। পরীক্ষার কথা না হয় বাদ দিলাম, এই শ্রেণিতে আমার যা জানার ও শেখার কথা তার জন্য কি এক বছর সময় যথেষ্ট?
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।