বৈশ্বিক উষ্ণায়ন কমাতে প্রয়োজন বনায়ন

‘আমি ইন্টারনেটে পাওয়া বিভিন্ন আর্টিকেল পড়ে জানতে পেরেছি, বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তন রোধে সবার আগে পৃথিবীর তাপমাত্রা কমিয়ে আনা প্রয়োজন।’
বৈশ্বিক উষ্ণায়ন কমাতে প্রয়োজন বনায়ন

প্রতিনিধিত্বশীল ছবি

জলবায়ু পরিবর্তন সারা বিশ্বের জন্যই একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাবে প্রতিনিয়ত ভৌগোলিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে। প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়ছে।

আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর বরফে ঢাকা অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে। এই কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে সমুদ্রের লোনা পানি উপকূলে প্রবেশ করে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। পাশাপাশি বাড়বে বন্যার প্রকোপ। এমনকি উপকূল অঞ্চল সাগরে ডুবে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়।

আমি ইন্টারনেটে পাওয়া বিভিন্ন আর্টিকেল পড়ে জানতে পেরেছি, বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তন রোধে সবার আগে পৃথিবীর তাপমাত্রা কমিয়ে আনা প্রয়োজন।

এজন্য প্রয়োজন সবুজ বনায়ন বৃদ্ধি ও গাছপালা রোপণ। কেননা গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে থাকে। যে গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য অনেক বেশি দায়ী।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে আমাদের বৃক্ষরোপণ ও সবুজ বনায়ন বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। একই সঙ্গে বৃক্ষ নিধন ও বন উজাড় করা থামাতে হবে।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিলেট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com