শুভ জন্মজয়ন্তী কবি নজরুল

গানটিতে একই সাথে ভালোবাসা এবং বিষাদ উভয়ই তুলে ধরা হয়েছে।
শুভ জন্মজয়ন্তী কবি নজরুল

আমার কাছে গানের তাল, সুর, কাজ, লয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ গানের কথা। একটা গানের কথাই এর মূল বলে আমার মনে হয়।

এজন্য গানের অর্থ বোঝা খুবই প্রয়োজন। আমাকে যদি আমার প্রিয় গানের একটা তালিকা করতে বলা হয় তাহলে যে গানের কথা সুন্দর আমি তাকেই বেশি প্রাধান্য দেব।

বাগিচায় বুলবুলি শিরোনামের নজরুল সংগীতটি আমার বেশ ভালো লাগে। এই গানের অর্থ বোঝা সাধারণভাবে একটু কঠিন। কারো কারো কাছে হয়ত সহজ। কিন্তু আমার কাছে বেশ শক্তই লেগেছে।

আমার কাছে মনে হয়েছে, এই গানে বুলবুলি পাখি চরিত্রটি কবির প্রিয়জনের প্রতীক বহন করছে। গানটিতে একই সাথে ভালোবাসা এবং বিষাদ উভয়ই তুলে ধরা হয়েছে। তার এই অসাধারণ সৃষ্টিটির অর্থ মনে গেঁথে থাকার মতো। কবির কৃতিত্ব এতেই।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রথম বাংলা গজল উপহার দিয়েছেন, একই সঙ্গে দেবী কালী বিষয়ক বাংলা ভক্তিগীতিও রচনা করেছেন। নজরুলের গান শত শত বছর পরও যেন অমলিন থাকবে। অসাম্প্রদায়িকতার বার্তা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নজরুলের আদর্শ ছড়াতে থাকবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে।

১১ই জৈষ্ঠ্য জাতীয় কবির জন্মজয়ন্তী। আমাদের শ্রদ্ধা আর ভালোবাসায় মিশে থাকবেন তিনি।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com