বাংলা ভাষায় দক্ষ হতে চাই

পড়াশোনা তো আমাদের করতেই হবে। বড়দের মতো আমারও মনে হয় পড়াশোনার সাথে আমাদের আরো কিছু করতে হবে। যার যা ভালো লাগে তাই করতে হবে।
বাংলা ভাষায় দক্ষ হতে চাই

আমি গান শিখি। আমি চাই অবসর সময়ে যেন সবাইকে গান শোনাতে পারি। ক্রাফটিং করেও আমি আনন্দ পাই। তাই ইউটিউব দেখে দেখে নানান কিছু তৈরি করে ঘর সাজাই। 

আমি ছবিও আঁকি। স্কুলে আমি ছবি আঁকা শিখি। যখন কোনো কিছু করার থাকে না তখন ছবি আঁকলে ভালো লাগে। 

আমি সুন্দর করে বাংলা লিখতে ও বলতে চাই। তাই বাংলা গল্পের বই পড়ি। হ্যালোতে প্রতিবেদন লিখে আর প্রতিবেদন পড়ে আমি বাংলা ভাষাতেও দক্ষতা অর্জন করছি। এটা আমার স্কুলের পড়াশোনাতেও সাহায্য করছে।

পড়াশোনা ছাড়াও আমরা যদি অন্য আরো কোনো কিছুতে পারদর্শী হই তাহলে সেটা আমাদেরই অনেক কাজ লাগবে বলে আমার মনে হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com