বাঁচুক আমার মহানন্দা

বাংলাদেশের মধ্যে অন্যতম নদী হচ্ছে মহানন্দা। এই মহানন্দার পাড় আবার আমার খুব প্রিয় জায়গা।
বাঁচুক আমার মহানন্দা

তাই ভেবে রেখেছিলাম ঈদের দিন মহানন্দার পাড়েই সময় কাটাব। কিন্তু এবার ঈদের দিন তো এবার প্রচুর বৃষ্টি ছিল। পরদিনও ছিল বৃষ্টি। তবে এরপর দিন আবহাওয়া ভালো হলো। তাই মনে বিকেলে চলে গেলাম নদীর পাড়ে।

আমার সঙ্গে কয়েক জন বন্ধুও ছিল। গিয়ে আমরা প্রথমে নদীর পাড়ে একটু বসলাম। নদীর বাতাসটা এত ঠাণ্ডা আর আরামদায়ক ছিল যে মন জুড়িয়ে গেল।

চারপাশের সবুজ প্রকৃতি, নদী আমাকে মুগ্ধ করে দিল। সে সময় নদীতে পানি কম ছিল। পানি কম থাকায় মহানন্দার স্বচ্ছ তলদেশ যেন দেখতে পাচ্ছিলাম।

ছোট ছোট ঢেউ, সারি সারি সবুজ শেওলার অদ্ভুত অনিন্দ্য সুন্দর এক আল্পনা আমার মনকে কেমন বিষণ্ণ করে দিল। এ নদী হতে পারত অনন্ত যৌবনা আরো মোহময়। কিন্তু দেশের অনেক নদীর মতো মহানন্দাও দূষণের শিকার।

আমি চাই আমার মহানন্দা বাঁচুক, বাঁচুক বুড়িগঙ্গা, তিস্তা কিংবা ধরলা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com