টিকার সুরক্ষা দেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা

ছোট থেকেই ইনজেকশন ও রক্ত দেখলে ভয় পেতাম আমি।
টিকার সুরক্ষা দেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা

তৃতীয় বা চতুর্থ শ্রেণিতে পড়ার সময় স্কুলে রক্ত পরীক্ষার ক্যাম্পেইন চলছিল। এটা দেখেই আমি স্কুল থেকে বের হয়ে গেলাম। ভয়ে আমার পক্ষে সেখানে আর থাকা সম্ভব হয়নি। 

পরে মা আমাকে বোঝান, ভরসা দেন। এর ফলে আমি রক্ত পরীক্ষা করাতে সাহস পাই। সপ্তম শ্রেণিতে ওঠার পর প্রচুর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হই। তখন চিকিৎসক বললেন স্যালাইন পুশ করতে হবে। সেবারও একই ঘটনা। মায়ের জন্যই দেওয়া হয় সেটি।

শিশুদের নানা সংক্রামক রোগের টিকা নিতে হয়। কিন্তু আমার মতো ভিতু হলে তো কথাই নেই। যথা সম্ভব চেষ্টা করেছি পালাতে। কিন্তু মায়ের জন্য সেটা হয়ে ওঠেনি। 

যখন বুঝতাম না কিছু তখন তো মায়ের চেষ্টাতেই সব টিকা নেওয়া হয় আমার। মা তারিখগুলো হয়ত খেয়াল রেখে রেখে আমাকে টিকা দিয়েছেন। এই দায়িত্বটা মা পালন করেছেন শুধু আমার সুরক্ষার কথা ভেবে।

মা আমাকে হয়ত এটা দিয়েছেন খুব সহজেই। কিন্তু একটি টিকা আবিষ্কার ও আমাদের পর্যন্ত পৌঁছানো সহজ নয়। এতে বহু মানুষের অবদান থাকে। আবিষ্কারের পর কেউ হয়ত এটা বিমানে তুলেছেন, দেশের সরকার অনেক টিকা কিনে নিয়েছে, স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে গিয়েছেন। 

তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্য আমার ভালোবাসা। আমার সুরক্ষা নিশ্চিতের জন্য তাদের কাছে কৃতজ্ঞ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com