মায়ের প্রতি

প্রিয় মা , আমি জানি তুমি অনেক ভালো আছ। অবশ্য আমার মতো ছেলে থাকলে তো ভালো থাকতে হবে ।
মায়ের প্রতি

আমার খুব ভালো লাগে যে আমি সব কাজে তোমাকে পাশে পাই । সব ভালো কাজ করার সময় তুমি আমাকে অনেক সাহায্য কর।

কিন্তু জানো কখনো তোমাকে বলা হয়নি যে আমি তোমাকে কতটা ভালোবাসি । আজ হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জন্য তোমাকে জানানোর সুযোগ হচ্ছে।

আজ একদম ভিন্ন এক কারণ নিয়ে তোমাকে ধন্যবাদ দিতে চিঠি লিখতে বসেছি। এই আমি আজ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছি এর পেছনে রয়েছে তোমার সচেতনতা। আমি আজ পোলিও কিংবা রুবেলায় আক্রান্ত হইনি কারণ সময় মতো তুমি আমাকে টিকা দিয়েছিলে বলে।

শুধু কি আমার জন্য? তুমি বাচ্চাদের নিয়েও চিন্তা করেছ। আমার আজও মনে আছে যখন করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দিতে যাচ্ছিলাম তখন তুমি বলেছিলে, “আগে সবাক দেওয়ার সুযোগ করে দিবি।”

আমি তোমার কথা মতোই আগে সবার দেওয়ার সুযোগ করে দিয়ে পরে আমি দেই। টিকা দেওয়ার পর যখন জ্বর হয় তুমি আমার খেয়াল রেখেছিলে। আমি তো পরে ভেবে নিয়েছিলাম আর দ্বিতীয় ডোজ দেবই না।

কিন্তু সে আর হলো কোথায়? তুমি তো ঠিক মনে রেখেছিলে যে দ্বিতীয় ডোজ কবে। তুমি তখন আমাকে বলেছিলে দ্বিতীয় ডোজ না দিলে পরবর্তীতে সমস্যা হতে পারে তখনই মনে হলো টিকাটা দিতেই হবে।

মা আমার ভালোবাসা আর প্রণাম নিও।

ইতি 

তোমার ছেলে সুমিত

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com