বারান্দাই হতে পারে আমাদের বাগান

সুউচ্চ ভবনের জন্য খোলা জায়গা তো এখন খুঁজে পাওয়াই কঠিন। বিশেষ করে শহরাঞ্চলে এটি ভাবাই যায় না, আর গ্রামেও এখন পতিত জায়গা বেশ কমই থাকে।
বারান্দাই হতে পারে আমাদের বাগান

জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। শুধু এজন্যই গাছ লাগাতে হবে তা কিন্তু নয়, গাছ আমাদের পরম বন্ধু। আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে একই সঙ্গে বিষাক্ত কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে। এছাড়াও নানা ঔষধি গুণাগুণও রয়েছে।

যখন কোনো বারান্দায় গাছ দেখি এটি আমাকে বেশ আন্দোলিত করে। দেখতে বেশ মনোরোম লাগে। মনকে ভালো করে দিতে ও চোখের প্রশান্তির জন্য গাছ বেশ সাহায্য করে বলে আমি মনে করি।

প্রতিটি বারান্দায় যদি অন্তত দুটি করে গাছ লাগানো যায়, তবে সবুজ হয়ে উঠবে আমাদের পুরো দেশটাই। কী চমৎকার লাগবে ভাবতেই ভালো লাগছে আমার।

এছাড়াও বৃক্ষ নিধনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যেসব কাজের জন্য বৃক্ষ নিধন করা হয় সেগুলোর বিকল্প ভাবতে হবে। পত্রিকা আর বই ছাপানোর জন্য অনেক বৃক্ষ নিধন করতে হয়। এখন আমরা ডিজিটাল যুগে আছি। পত্রিকা ও বইকে সম্পূর্ণরুপে ডিজিটাল বা ইন্টারনেট মাধ্যমে নিয়ে আসাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com