আমার চোখে পদ্মা সেতু (ভিডিওসহ)

বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মা। অনেক বাধা, গুজব আর জল্পনা-কল্পনা কাটিয়ে এই পদ্মার বুকে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু।
আমার চোখে পদ্মা সেতু (ভিডিওসহ)

এ বছরের জুনের মধ্যে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে শেষ সময়ের কাজ চলছে। 

বাঙালি জাতির জন্য পদ্মা সেতু একটি গর্বের বিষয়। বিদেশি সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়ন করা ছিল বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ৷ কিন্তু ২০২১ এর ডিসেম্বরে সেতুর সর্বশেষ স্প্যান স্থাপন করা হয়।

কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত দ্বিতল বিশিষ্ট এই সেতুটির নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরসহ ২১ জেলা যুক্ত হবে এ সেতুর কাজ সম্পন্ন হলে। সেতুটি নিজ চোখে দেখতে যাই গত ৩১ ডিসেম্বর।

মুন্সিগঞ্জের মাওয়া ঘাট থেকে ফেরিতে করে সেতুর বেশ কিছুটা অংশ ঘুরে দেখি। এমন একটি প্রকল্প আমাদের নিজস্ব চেষ্টায় সফল হয়েছে ভাবতেই গর্ব হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com