ভালো থেক প্রিয় 'হ্যালো'

সাংবাদিকতা কারো কাছে নেশা আর কারো কাছে পেশা। কিন্তু আমি বলি এটি আমার কাছে ভালোবাসা। 
ভালো থেক প্রিয় 'হ্যালো'

শিশু সাংবাদিকতায় আমার হাতেখড়ি হয়েছে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালোর সাথে। এটি যেহেতু শিশু সাংবাদিকতার সাইট, তাই ১৮ বছর হয়ে গেলে বিদায় নিতে হয়। তারই ধারাবাহিকতায় আমাকেও বিদায় নিতে হচ্ছে হ্যালো থেকে।

দেখতে দেখতে চলে গেল সময়গুলো। একই সঙ্গে আমার জন্মদিনও। কিন্তু এটি জৌলুশহীন আমার কাছে। ১৮ যে এভাবে বিষাদ নিয়ে আসবে, ভাবতে পারিনি।

হ্যালোতে যুক্ত হই ২০১৮ সালে। আমার ভাবতেই অবাক লাগে হ্যালো আমাকে সাংবাদিকতার হাতেখড়ি দিয়েছে। হ্যালো শুধুমাত্র আমাকে সাংবাদিকতা পেশায় যেতে হবে এমন কোনো শিক্ষা দেয় নি। ভালো মানুষ, যোগ্য ও সৎ নাগরিক হওয়ার শিক্ষা দিয়েছে।

অবশেষে, বিদায় হ্যালো। যদিও আর কোনোদিন হ্যালোতে আর আমার লেখা প্রকাশ পাবে না, কিন্তু আমি সব সময় হ্যালোর সাথে থাকব। এই পরিবারের অংশ তো আমি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com