এসেছে শরৎ, আসছে পূজা (ভিডিওসহ)

ঘন নীল আকাশ, পেজা পেজা মেঘ, শিউলি ফুলের ঘ্রাণের মাঝে খুঁজে পাওয়া যায় শরৎ কে।
এসেছে শরৎ, আসছে পূজা (ভিডিওসহ)

নীল আকাশে ডানা মেলা মেঘগুলোকে কখনো কখনো আমার মনে হয় বাঘ আবার কখনো মনে হয় হরিণ। কখনো বা মনে হয় যুদ্ধরত কোনো যোদ্ধা।

আমার বন্ধু মাশরাফি বিন মর্তুজার প্রতি ঋতু শরৎ কাল। সে বলছিল, শরৎ কালের আকাশ তার সবচেয়ে বেশি ভালো লাগে।

ইমরান নাজির নামে আমার আরেক বন্ধুও জানাল তার শরৎ প্রীতির কথা। ঝকঝকে নীল আকাশ তার বড্ড প্রিয়।

শরৎ মানে শারদীয়া উৎসব। শরৎ মানেই যেন আনন্দ। শরৎ মানেই দুর্গাপূজা। আর কদিন বাদেই ঢুলিরা ঢাকে কাঠি দেবে, সন্ধ্যা আরতিতে চারিদিক মুখরিত হবে। ছোট থেকে বড়রা মেতে উঠবে মহা আনন্দে।

পূজোকে সামনে রেখে সব মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। আবার কোথাও শেষও। প্রতিমা শিল্পীরা এখন খুব ব্যস্ত দিন পার করছেন।

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা সুবর্ণ বণিক পাড়া পুজা মণ্ডপে শেষ সময়ের প্রস্তুতি নিয়ে কথা হয় এক প্রতিমা শিল্পীর সঙ্গে।

তিনি বলেন, “আমি চার থেকে পাঁচ বছর ধরে মণ্ডপের কাজ করি। এই দুর্গোৎসবেই বেশি আয় হয় আমাদের।"

একেকটি মণ্ডপকে ঘিরে গড়ে উঠে শিশুদের অস্থায়ী খেলার জায়গা। দিনের অবসর সময়টা মণ্ডপের সামনে খেলে শিশুরা।

পূজা শুরু হওয়ার আগে বন্ধুদের সাথে পূজা মণ্ডপে প্রতিমা বানানো দেখতে বের হয় অনেক কিশোররা। এ যেন এক অন্য রকম আমেজ।  

উপজেলার বুধহাটা বিবি এম কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দে। সে বলে, “পূজার অনেক আগে থেকেই আমরা আনন্দে মেতে উঠি। আমরা বড়দের কাজে সাহায্য করি।"

অন্যসব উৎসবের চেয়ে এ উৎসবকে একটু আলদা মনে করে একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী অভিষেক ব্যানার্জী।

সনাতন ধর্মাবল্মবী না হয়েও এই উৎসবে আনন্দ করে বলে জানায় ইমন হোসেন। সে এই উৎসবে বন্ধুদের সাথে মজা করে মেলা ঘোরে সে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com