প্রতিবন্ধী শিশুরা 'বঞ্চিত হচ্ছে'

প্রতিবন্ধী শিশুরা নানা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, গবেষণার তথ্য এমনটাই বলছে।
প্রতিবন্ধী শিশুরা 'বঞ্চিত হচ্ছে'

প্রতিবন্ধী শিশুদের তেমন গুরুত্ব দেওয়া হয় না। অনেকে এখনো এই শিশুদের অবহেলার চোখে দেখেন। 

ইউনিসেফের এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের প্রতিবন্ধী শিশুদের অধিকার না পাওয়ার পিছনে দায়ী পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রে বৈষম্য। যার ফলে স্বাস্থ্য, পুষ্টি ও যত্ন থেকে বঞ্চিত হচ্ছে প্রতিবন্ধী শিশুরা। নানা কুসংস্কারের কারণে তাদের অধিকার থেকে দূর ঠেলে দেওয়া হচ্ছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বেসরকারি উন্নয়ন সংস্থা চাইল্ড সাইট ফাউন্ডেশনের (সিএসএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ মুহিত জানায়, "৩০ থেকে ৪০ শতাংশ প্রতিবন্ধী শিশু কোনো না কোনোভাবে স্কুলে যাচ্ছে। আর বাকি ৬০ শতাংশ শিশু স্কুলে না যাওয়ার মূল কারণ স্কুল তাদেরকে নেয় না। এরা প্রায় ৪৫ শতাংশ।"

ইউনিসেফ আরও বলছে, এখন প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার বাড়তি সুযোগ এবং দক্ষতা বৃদ্ধি ও চাকরির সুযোগ তৈরি হচ্ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com