গোবিন্দপুর আমার গ্রাম

মহামারিতে গোটা দেশ যখন অশান্তির কবলে, তখন আমি শান্তি পেয়েছিলাম আমার গ্রামে ফিরে, প্রকৃতির কাছে গিয়ে। প্রকৃতির কোমল আর স্নিগ্ধ রূপ দেখার সুযোগ হয় কেবল গ্রামের বাড়িতে গেলে।
গোবিন্দপুর আমার গ্রাম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর আমার গ্রাম।

ঈদের দুই দিন আগেই আমি বাড়ি যাই। বাড়িতে গিয়ে আমি বেরিয়ে পরি আমার সবুজ গ্রামখানি দেখতে। গ্রামের রাস্তা ধরে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মাঝে মধ্যে কয়েকটা বাড়ি। একটা সময় বেশিরভাগ বাড়ি ছিল মাটির। কিন্তু এখন মাটির ঘরের পাশাপাশি কাঁচা ইটের বাড়িও চোখে পড়ে।

ইউনিয়ন পরিষদের তথ্যমতে, আমাদের গ্রামের জনসংখ্যা ১৩৪৮ জন। আমাদের গ্রামে একটি মাদ্রাসা রয়েছে, দুটি মসজিদ রয়েছে। দুঃখের বিষয় আমাদের গ্রামে ওই একটি মাদ্রাসা ছাড়া আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজ করে। এখানকার প্রধান ফসল ধান, পাট, আলু, হলুদ, মরিচ ও ভুট্টা। গ্রামের চারদিক ফল, ফসলের গাছ যেন সবুজ মায়ায় আচ্ছাদিত করে রেখেছে। এখানে আসলেই মন দোলা দেয় খুব সহজেই।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com