বিষাদময় ঈদ

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। তবে মহামারির এই ঈদেও ছিল না সেই আনন্দ আর উত্তেজনা।
বিষাদময় ঈদ

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো দুটি ঈদ। ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদুল আজহা মানেই ত্যাগের উৎসব। ঈদ আমাদের ভালবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায় এবং একে অপরের সাথে সম্প্রীতি ঘটায়।

মহামারিতে কাটিয়ে ফেললাম চারটি ঈদ। এবার ঈদের আগে থেকেই করোনাভাইরাস আরো ভয়াবহ হয়ে উঠেছে। ডেল্টা ভ্যারিয়েন্ট ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।

দেশব্যাপী চলছিল কঠোর লকডাউন। ঈদের কথা বিবেচনা করে সরকার শিথিল করে। এমতাবস্থায় নিজ অবস্থান ছেড়ে অনেকেই যায় নিজ এলাকায় ঈদ করতে। আবার মহামারি আতঙ্ক ও ভয়াবহতার জন্য অনেকেই স্থান ত্যাগ করেনি।

দুটি ঈদের যেকোনো একটি আত্মীয়-স্বজনের সাথে কাটাই আমি। সবাই একত্র হয়ে হই-হুল্লোড় করে ঈদ উদযাপন করি। গত বছর ঈদ করেছি নিজ বাড়িতে। এবারও চেষ্টা করেছি উদযাপন করার, কিন্তু সেভাবে হয়ে ওঠেনি। সবার সাথে যোগাযোগ করেছি ফোনে, ফেইসবুকে। ঈদের পুরোটা দিন কেটেছে ঘরবন্দি। চার দেয়ালের মাঝে কেটেছে এক অস্বস্তিকর দিন। 

কোথায় এর শেষ জানি না। আমাদের অনেক কিছু কেড়ে নিচ্ছে এই মহামারি। আমরা নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হলে অনেকটাই প্রতিরোধ করতে পারি। আর যদি না পারি তাহলে এর মাশুল দিতে হবে আমাদের।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com