ক্লাসে না গিয়েই শেষ হচ্ছে কলেজ জীবন

২০২০ সালে এসএসসি পরীক্ষা শেষ করে ঘরে আসলাম, হাতে অখণ্ড অবসর। তবে এই অবসরের শেষ আর হলো না।
ক্লাসে না গিয়েই শেষ হচ্ছে কলেজ জীবন

মনে মনে কত কিছু পরিকল্পনা করে রেখেছিলাম। পরীক্ষা শেষ করে কোথায় যাব, কোথায় ঘুরব কত কী। হাজারো পরিকল্পনা ছিল মনে। কিন্তু সবকিছু কল্পনাতেই থেকে গেছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পরা ভাইরাস গ্রাস করল বাংলাদেশকেও। লকডাউন, বিধিনিষেধ নানা নামে থাকতে হচ্ছে অবরুদ্ধ দশায়। 

এসএসসির ফল বের হওয়ার পর শুরু হলো ভর্তি প্রক্রিয়া। অনলাইনেই সম্পন্ন হলো ভর্তি প্রক্রিয়া। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এখন আমি। কিন্তু এখনো কলেজের শ্রেণিকক্ষে বসার সৌভাগ্য হয়নি। বন্ধুদের সাথে যোগাযোগ হয় ইন্টারনেটে। দিন দিন রোবটে পরিণত হয়ে যাচ্ছি। 

শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ দিয়েও সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে। নতুন ভ্যারিয়েন্টের দাপটের কথা শুনতে পাচ্ছি এখন। কলেজে কখনো যাওয়া হবে কিনা নিশ্চিত হতে পারছি না। কলেজে না গিয়েও শেষ হতে চলেছে কলেজ জীবন।

আমরা কোন অজানা পথে ছুটে চলেছি জানি না। সবকিছু মিলিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছাড়া কোনো কিছুই দৃশ্যমান নয়। মানবজাতিকে রক্ষায় আমাদের একটু সচেতনতা অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমরা প্রত্যেকেই যদি স্বাস্থ্যবিধি মানতে পারি তাহলে অনেকটাই রুখে দিতে পারব এই অদৃশ্য শত্রুকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com