গ্রামের কথা মনে পড়ে

ঢাকায় পর্যাপ্ত মাঠ না থাকায় বাইরে খুব একটা খেলতে যাওয়া হয় না। বাসাতেই থাকি, এখন তো আরো বাইরে যাওয়ার উপায় নেই।
গ্রামের কথা মনে পড়ে

কিন্তু গ্রামে গেলে খুব ভালো লাগে। সেখানে খোলা মাঠ পাওয়া যায়। বেশির ভাগ সময়ই কাটানো হয় মাঠে ক্রিকেট খেলে। ক্রিকেট আমার অনেক প্রিয়। গ্রামে গেলে বন্ধুদের সাথে দিনের বেশির ভাগ সময়ই ক্রিকেট খেলে পার করি। 

খোলা মাঠে ক্রিকেট খেলার মজাটাই আলাদা। যদিও এই সুযোগ ঢাকায় পাওয়া যায় না। খেলার পাশাপাশি নদীতে ঘুরতে যাওয়াটাও খুব মজার। তারচেয়েও অনেক বড় একটা আনন্দ হলো আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়।

শীতকালে গেলে তো আনন্দ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। পিঠা পায়েসের উৎসব লাগে তখন। আর গ্রীষ্মকালে গেলে আম, কাঁঠাল খাওয়া যায়। 

খুব ইচ্ছে থাকলেও মহামারির এই সময়ে যাওয়া হচ্ছে না। খেলতে পারছি না সেই খোলা মাঠে। ঢাকাতেও কোথাও বের হওয়া হয় না। বলা যায় এক প্রকার বন্দি জীবনেই আছি।  গ্রামে না যাওয়াটা একদিক থেকে কষ্টদায়ক। আবার যখন ভাবি ঘরে সুরক্ষিত আছি তখন ভালো লাগে।

কবে মহামারি ঠিক হবে, স্বাভাবিক জীবনে ফিরব জানি না। তবে জীবন যাত্রা স্বাভাবিক হলেই গ্রামে যাব, মন খুলে ক্রিকেট খেলব।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com