গাছ লাগাতে অদৃশ্য তাগিদ অনুভব করি

প্রায় প্রতিটা মানুষেরই কোনো না কোনো শখ আছে। কেউ ফুটবল খেলতে চায়, কেউ ক্রিকেট, এছাড়াও আরও কত কিছু।
গাছ লাগাতে অদৃশ্য তাগিদ অনুভব করি

কিন্তু আমার শখটা একটু ভিন্ন। গাছপালার সঙ্গে সময় কাটাতে আমার বেশি ভালো লাগে। তাই সবাইকে বলি আমার শখ বাগান করা। 

আসলে বিষয়টা আমাকে মানসিক প্রশান্তি যেমন দেয়, তেমনি প্রফুল্ল রাখে। একটু গভীরভাবে ভাবলেই আন্দাজ করা সহজ গাছ কতটা কাছের বন্ধু আমাদের।

'গাছ লাগান পরিবেশ বাঁচান' স্লোগানটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। পরিবেশ বাঁচাতে এর কোনো বিকল্প নেই বলেই মনে হয় আমার। বাড়ির পরিবেশে পরিবর্তন আনতে দেড় বছর আগে আমাদের আঙিনায় আম, পেয়ারা, কামরাঙা, কমলা লেবু, শাক ও ফুলের গাছ রোপণ করি। 

আমি মনে করি বাগান করা আমার কাজ। এটা আমাকে করতেই হবে। গাছ লাগাতে অদৃশ্য তাগিদ অনুভব করি। 

যখন একটি গাছ লাগাই আর তা ধীরে ধীরে বেড়ে উঠে তা দেখে কী যে আনন্দ হয়। যখন এটি ফল বা ফুল দেয় তখন তার আনন্দ তো আর ভাষায় প্রকাশ করার মতো না। বাগানের পেছনে যতটুকু পরিশ্রম হয় সব ভুলে যাই।

প্রমথ চৌধুরী লেখা 'বই পড়া' প্রবন্ধে পড়েছিলাম, উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, তেমনি মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।

নিজের শখ আর ইচ্ছাকে আমি ঠিক এই কারণেই অবহেলা করি না। একটু ভালোভাবে বাঁচতে, নিজেকে ভালো রাখতে এর বিকল্প নেই। গাছ আমার ভালোবাসা। পৃথিবী ও মানব সভ্যতার জন্য বিন্দুমাত্র হলেও অবদান রাখতে পারবে আমার গাছগুলো। এতেই আমি সন্তুষ্ট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com